
আপনার ল্যাপটপে আগেই ইনস্টল থাকা একটা অ্যাপ ব্যবহার করে কীভাবে খুব সহজে স্ক্রিন রেকর্ড করবেন, তা শিখুন। নিচের ধাপগুলো ফলো করলে প্রফেশনাল এডিটিংসহ স্ক্রিন রেকর্ডিং একদম আয়ত্তে চলে আসবে।
ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিং শুরু করতে একসাথে Windows key, Shift আর R চাপুন। এতে Snipping Tool খুলে যাবে। এখন আপনি যে জায়গাটা রেকর্ড করতে চান সেটা সিলেক্ট করতে পারেন, বা চাইলে পুরো স্ক্রিনও বেছে নিতে পারেন। এই গাইডে আমরা পুরো স্ক্রিনটাই রেকর্ড করব।

স্ক্রিনের উপরে কয়েকটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি মাইক্রোফোন অন বা অফ করতে পারবেন, আর কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন সেটাও বেছে নিতে পারবেন। চাইলে system sounds–ও রেকর্ড করতে পারেন, মানে আপনার কম্পিউটারে যে অডিও প্লে হচ্ছে সেগুলোও রেকর্ড হবে।

রেকর্ডিং শুরু করতে Start বাটনে ক্লিক করুন। একটা কাউন্টডাউন দেখাবে, তারপরই রেকর্ডিং শুরু হবে। রেকর্ডিং থামিয়ে রাখতে চাইলে pause আইকনে ক্লিক করুন, আর আবার চালু করতে Play-এ ক্লিক করুন। কতক্ষণ ধরে রেকর্ড হচ্ছে তাও উপরে দেখতে পাবেন।

রেকর্ডিং শেষ হলে Stop বাটনে ক্লিক করুন। তারপর আপনার স্ক্রিন রেকর্ডিং প্লেব্যাকের জন্য ওপেন হবে, যেখানে মাউসের সব মুভমেন্টও দেখা যাবে। রেকর্ডিং এডিট করতে চাইলে, যেমন শুধু নির্দিষ্ট একটা অংশ রেখে দিতে চাইলে, উপরের ডানদিকে থাকা Clipchamp ব্যবহার করুন।

Clipchamp হলো Microsoft-এর দেওয়া ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ, যেটা দিয়ে আপনি ভালো মানের এডিট করতে পারবেন। চাইলে save অপশন থেকে আপনার রেকর্ডিং-এর একটা কপি MP4 ফাইল হিসেবেও সেভ করে রাখতে পারেন।

উপরে আপনি আপনার স্ক্রিন রেকর্ডিং কপি করে অন্য অ্যাপ্লিকেশনে পেস্ট করার অপশন পাবেন। একদম ডানদিকে থাকা তিনটা ডট-এ ক্লিক করলে settings-এ যেতে পারবেন।

Settings-এর ভেতরে গিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন, ডিফল্টভাবে মাইক্রোফোন অন থাকবে কি না, আর system audio রেকর্ড হবে কি না। আপনার পছন্দ অনুযায়ী এগুলো অন বা অফ করে রাখতে পারেন।

এই তো হয়ে গেল! দেখলেন তো, প্রি-ইনস্টল থাকা এই অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড করা আসলে কতটা সহজ।

কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরেরবার আবার দেখা হবে!
